পিরোজপুর
বরিশাল পিরোজপুরে বাসচাপায় অটোরিকশা-মোটরসাইকেলের ৮ নিহত , আহত ১৩
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে শংকরপাশা ইউনিয়নের পাড়েরহাট সড়কে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। এতে এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন, শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ঝাউতলা নামের স্থানে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে আমরা ৩ জনের মরদেহ উদ্ধার করি। এছাড়া আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে ৫জন মারা গেছেন বলে জানা গেছে।
নিহতদের মধ্যে স্বপন, নাইম, হেমায়েত এবং খাইরুলের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় এখনও জানায় যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুরের অভ্যন্তরীণ রুটের বাস ইন্দুরকান উপজেলার বালিপাড়ার উদ্দেশে ছেড়ে ঝাউতলায় এসে দুর্ঘটনার কবলে পড়ে।
পিরোজপুর সদর থানা পুলিশের ওসি আশিকুজ্জামান বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।’