বরিশাল সদর
বরিশাল নগরীতে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।
নিজস্ব প্রতিবেদক।। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে বরিশাল মহানগরীতে ০২ টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। ২৬.০৭.২০২০ তারিখ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) জনাব বাবলু কুমার সাহা স্যারের সার্বিক নির্দেশনায় বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে বরিশাল মহানগরীর সদর রোড ও কাঠপট্টি এলাকায় বিদেশি কসমেটিকসের মোড়কে আমদানিকারককের তথ্য ও এম আর পি না থাকায় আলমাস প্রসাধনীকে ১৫,০০০/- এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করার অপরাধে জিৎ মেডিকেল হলকে ৫,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ইলেকট্রিক পণ্যের দোকান, স্বর্ণের দোকান, ঔষধের দোকান, ডিপার্টমেন্টাল স্টোর,কসমেটিকসের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকি করা হয়। তদারকির সময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য অনুরোধ করা হয়।সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন কোতয়ালী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।