বরিশাল
বরিশাল নগরীতে হোমিওপ্যাথিক চিকিৎসককে হাত-পা বেঁধে হত্যা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীতে এক হোমিও চিকিৎসককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় নিজ বাসায় তাকে হত্যা করা হয়। ঘটনাস্থলে এয়ারপোর্ট থানা পুলিশ ও সিআইডি হত্যার রহস্য উদঘাটনের তদন্ত করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহটা এলাকায় হোমিও চিকিৎসক অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ (৭০) বুধবার রাতে বাসায় একা ছিলেন।
গভীর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে।
আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে তাকে ডাকাডাকি করলেও কোন সাড়া না পাওয়ায় স্থানীয়রা এসে দেখে বিল্ডিংয়ের পেছনের গ্রিল ভাঙা।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ এসে ঘরে ঢুকে ওই চিকিৎসককে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান।
ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি অবস্থান করছে। তাদের ধারণা ডাঃ মঞ্জুর মোর্শেদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কে কাহারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানা যায়নি।
নিহত অধ্যাপক (অবঃ) ডাঃ মোঃ মঞ্জুর মোর্শেদ ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোরশেদ প্রিন্স এর পিতা।