বরিশাল
বরিশাল নগরীতে দিনদুপুরে পুলিশের বাসাসহ দুই বাসায় চুরি
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীতে এক পুলিশ সদস্য সহ দুই বাসায় চুরির ঘটনা ঘটছে। মঙ্গলাবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে নগরের কলেজ এভিনিউ জিমি ভবনে এই ঘটনা ঘটে।
বাড়ির দারোয়ান আল আমিন জানান, জিমি ভবনের দোতালায় ও চার তলায় এই দুই বাসায় আজকে চুরি হয়েছে। দোতালায় একজন পুলিশ অফিসারের বাসা আর চারতলায় আরেক পরিবার থাকেন। মঙ্গলবার দুপুরের দিকে এই দুই বাসায় কোনো লোক ছিলোনা। বাসা তালাবদ্ধ ছিলো, তালা ভেঙ্গে দুই বাসা থেকে নগদ টাকাপয়সা স্বর্নলংকার ও কিছু শাড়ি কাপড় নিয়েছেন বলে জানান তিনি।
পুলিশ অফিসারের স্ত্রী ইশরাত জাহান তামান্না বলেন, মঙ্গলবার দুপুরের দিকে ছেলেকে নিয়ে কোচিং এ গেলে ১ঘন্টা পর বাসায় এসে দেখি তালা ভেঙ্গে চোর প্রবেশ করে নগদ টাকা ও স্বর্নলংকার নিয়ে গেছে। এসময় বাসার জিনিস পত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে।
এছাড়া একই ভবনের চারতলার বাসা থেকে নগদ টাকাপয়সা ও জরুরি কিছু কাগজপত্র নিয়ে গেছে চোর চক্র।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, চুরির বিষয় থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি তবে লোকমুখে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।