বরিশাল সদর
বরিশাল নগরীতে করোনা উপসর্গ নিয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীতে করোনার উপসর্গ নিয়ে এবিএম খলিলুর রহমান নামের এক শিক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যোহর আলীর ছেলে। তিনি ভোলা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিও) হিসেবে কর্মরত ছিলেন। গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলায়। আজ মঙ্গলবার ১৬ জুন সকাল সাড়ে ৮টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্য নিশ্চিৎ করে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস.এম মনিরুজ্জামান জানান, করোনা উপসর্গ নিয়ে রবিবার ১৪ জুন সন্ধ্যা সাড়ে ৬ টায় করোনা ওয়ার্ডে ভর্তি হন এবিএম খলিলুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, খলিলুর রহমান পরিবার নিয়ে বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসায় থাকতেন। কয়েক দিন আগে তাঁর জ্বর শুরু হয়। জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট থাকায় রোববার তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। করোনা পরীক্ষার জন্য গতকাল সোমবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। এদিন দুপুরে তাঁর অবস্থার কিছুটা অবনতি ঘটে। ফলে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। এতে কিছুটা সুস্থবোধ করলেও আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান। খলিলুর রহমান স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এদিকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শেবামেকের আর-টি পিসিআর ল্যাবে প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিৎ হওয়া যাবে।