গৌরনদী
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় আহত-১৩
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর গাইনেরপাড় নামক এলাকায় যাত্রীবাহী বিআরটিসি-বিএমএফ ও প্রাইভেটকারের ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ১৩ জন গুরুতর আহত হয়েছে। আজ (২৪ই) আগস্ট দুপুর ১টার দিকে উপজেলার বার্থি ইউনিয়নের গাইনের পাড় নামকস্থানে এই দূর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।
অপরদিকে দূর্ঘটনা কবিলত এলাকার তিন কিলোমিটার মহাসড়কে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ী মহাসড়ক থেকে অপসারনের জন্য কাজ চালিয়ে যাচ্ছেন গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।