বরিশাল
বরিশাল জেলা যুবলীগের কোষাধ্যক্ষ ছলিম মৃধার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল জেলা যুবলীগের কোষাধ্যক্ষ, আলেকান্দা নিবাসী ছলিম মৃধা শনিবার বিকাল ৫ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর নুরিয়া স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। সদালাপি ও সদাহাস্যজ্জল ছলিম মৃধার মৃত্যুতে আলেকান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সলিম মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু ও জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও সদর উপজেলার সভাপতি বশির আহমেদ ঝুনু। এক বিবৃতিতে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।