বরিশাল
বরিশাল জেলা আওয়ামীলীগের শোক
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুল হাসান খানের মা মোসামৎ হাসিনা বেগম গতকাল শনিবার সন্ধ্যায় বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে সময়ে তার বয়স হয়েছিলো ৯৫ বছর। মৃত্যুকালে ৬ মেয়ে, ৩ ছেলেসহ নাতী নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা কমিটির সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এছাড়া নেতৃবৃন্দদ্বয় আরো শোক প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি রিপন দেবনাথ, বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হাওলাদার এবং গৌরনদী বার্থী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক নেতা কামাল হোসেন খানের মৃত্যুতে । পৃথক পৃথক শোক বার্তায় তারা মরহুমদের বিদয়ী আত্মার মাগফেরাত কামানা ও শোক সন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন।