বরিশাল
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০
বরিশাল আরো তিন জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪০ জনে। এছাড়া আজ পর্যন্ত ২১ জন রোগী জেলায় সুস্থ হয়েছেন। এদের মধ্যে একজন হলেন বরিশাল মহানগরীর বাসিন্দা নারী বয়স (৪২)। অপর একজন মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ বয়স ( ৬৫) এবং আরেক জন উজিরপুর উপজেলার বাসিন্দা পুরুষ বয়স (৪৮)। শুক্রবার রাতে বিষয়টি বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৩ জনের রিপোর্ট পজেটিভ আসে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১৫জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ২জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ৩জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।