বরিশাল
বরিশালে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে গনি খান (৭২) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারি। এরআগে মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
ভুক্তভোগী শিশুর মা জানান, ‘আমার মেয়েকে গত মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৪টার দিকে স্থানীয় একটি পুকুরপাড়ে আমাদের পালিত ছাগল নিয়ে পাঠাই। ছাগল বেঁধে আসতে দেরি হওয়ায় পুকুর পাড়ে গিয়ে দেখতে পাই পাশের বাড়ির গনি খান আমার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালাচ্ছে। এ সময় ডাক চিৎকার দিলে গনি খান দৌড়ে পালিয়ে যান।’
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জুবায়ের বলেন, মামলার আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারি বলেন, আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে