বরিশাল
বরিশালে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৩ বছরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান শনিবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
এই পুলিশ কর্মকর্তা জানান, নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বাঁশতলা এলাকার মৃত হাবিবউল্লাহর পুত্র শাহজাহান খন্দকারের (৬৩) বিরুদ্ধে প্রতিবেশী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি প্রাথমিক তদন্তের পর শুক্রবার মধ্যরাতে নিজ বাসভবন থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলেও জানা গেছে।’