পটুয়াখালী
বরিশালে ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলন
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ সেনাবাহিনীর ৭পদাতিক ডিভিশনের তত্বাবধায়নে শেখ হাসিনা সেনানিবাসে ৫২ স্বতন্ত্র এমএলআর এস ব্যাটালীয়ান আর্টিলারী,৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ান. ৮৫ ফিল্ড এ্যাস্বুলেন্স এবং ১৬৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানী ইএমই এর পতাকা উত্তোলন প্যারেট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শেখ হাসিনা সেনানিবাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে নব-প্রতিষ্ঠিত এই ৪টি ইউনিটের প্রাতিষ্ঠানিক স্বকৃতি স্বরুপ পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন ও বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ৭ পদাতিক ডিভিশনের অধীনে ৪টি ইউনিটের পতাকা উত্তোলিত হলো।