বরিশাল
বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ৬০০ পিস ইয়াবাসহ মো: শাহিন সরদার (৩৮) নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১১ জুন) বিকেল ৪ টার দিকে নগরীর ৪নং ওয়ার্ডস্থ নিউ ভাটিখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো: শাহিন সরদার ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের মৃত আদম আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়- মঙ্গলবার বিকেল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই সামসুল ইসলাম, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ এনামুল হক, এএসআই মো: হুমায়ূন কবির, এএসআই( মোঃ শওকত হোসেনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম নগরীর ৪নং ওয়ার্ডস্থ নিউ ভাটিখানা এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন- ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।