বরিশাল
বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক
বরিশাল ব্যুরো।।
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান এলাকা থেকে বিপুলসংখ্যক ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে রেহেনা আক্তার (৩৮)কে কোতয়ালি মডেল থানাধীন ওই এলাকা থেকে গ্রেপ্তার করে উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।
গ্রেপ্তার নারী কক্সবাজার জেলা সদরে টেকপাড়া পুরাতন মেলরিয়া এলাকার বদিউল আলমের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার নারী বরিশালের কোনো এক ব্যক্তিকে ইয়াবা সরবরাহের উদ্দেশে নিয়ে আসে। সেই ব্যক্তির কাছে ইয়াবা পৌছে দিতে বঙ্গবন্ধু উদ্যান এলাকায় অবস্থান নিয়ে ঘোরাঘুরি করেন। তাকে দেখে ডিবি পুলিশের সন্দেহ হলে আটক করে দেহ তল্লাশি করলে তার কাছে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের অভিযানিক টিমের এসআই খাইরুল আলম ঢাকা টাইমসকে জানান, গ্রেপ্তার নারী চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি বরিশালে একাধিক ব্যক্তিকে মাদক সরবরাহ করেছেন। বুধবারও সড়কপথে ৫০০ পিস ইয়াবা নিয়ে বরিশালে আসেন। বিকেলে নথুল্লাবাদ বাস্ট্যান্ডে পৌছে সেখান থেকে পরিবহন নিয়ে বঙ্গবন্ধু উদ্যানে যান। বিশেষ মাধ্যম এই তথ্য নিশ্চিত করলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই পদমর্যদার এক কর্মকর্তা বাদী হয়ে নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন।
এবিষয় নগর গোয়েন্দা শাখার ক্রাইম এন্ড এডমিন সহকারী পু্লিশ কমিশনার হুমায়ন কবির বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান আছে এবং থাকবে।