বরিশাল
বরিশালে ৪০ বোতল ফেন্সিডিলসহ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বেলা সোয়া ১১ টার দিকে ১৭নং ওয়ার্ডের সদর রোডস্থ “দি মেডিকাস ফার্মেসী’র সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি পিরোজপুরের স্বরুপকাঠীর মৃতঃ আলী আকবর শেখের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৩৮)। পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ দেলোয়ার হোসেন নগরীর ১৭নং ওয়ার্ডের সদর রোডস্থ “দি মেডিকাস ফার্মেসী”র সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।