বরিশাল
বরিশালে ৩ দফা দাবিতে দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক ॥ বকেয়া বেতন প্রদানসহ ৩ দফা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বরিশালের দর্জি শ্রমিক ও দোকান কর্মচারীরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি করেন তারা।
দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তুয়ার সেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সরকার ঘোষিত ২০১৮ সালের গেজেট অনুয়ায়ী তাদের সকল বকেয়া বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকদের সার্ভিস বই ও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিক ছাঁটাই করা যাবেনা। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।