বরিশাল
বরিশালে ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে প্রায় ২৮ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ মে) রাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার বড়বাসদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন খান বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কৃষ্ণ কাঠি গ্রামের মৃত গিয়াস খানের ছেলে।
বাকেরগঞ্জে থানার ওসি আফজাল হোসেন জানান, ১৯৯৬ সালে উপজেলার একই গ্রামের বাসিন্দা আসমান খান নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। আসমান খানের ছেলে হানিফ খান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন ছিলেন। ২০০১ সালের ২৪ সেপ্টেম্বর বরিশাল অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। হত্যার ঘটনার পর থেকেই আসামি আনোয়ার হোসেন পলাতক ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে সকালে আদালতে পাঠানো হয়েছে।