বরিশাল
বরিশালে হোস্টেলের কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করলো ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ইন্টার্ন হোস্টেলের তিন তলার কার্নিশে আটকে পড়া বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে বিড়ালটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন।
তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকের পোষা বিড়ালটি হোস্টেলের তিন তলার কার্নিশে গিয়ে আটকে পড়ে। হোস্টেল থেকে বিষয়টি তাদের জানানো হয়। খবর পেয়ে তাদের একটি দল গিয়ে কার্নিশ থেকে বিড়ালটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেয়।