বরিশাল
বরিশালে হোটেল শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশালে হোটেল শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা হোটেল-রেস্তোরাঁ সাধারণ শ্রমিকবৃন্দের ব্যানারে আজ সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন হোটেল-রেস্তোরাঁ শ্রমিক মো. তারেকুল ইসলাম, মিজান হাওলাদার, আবুল বাশার ও মো. নাসিরসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গত ২ ফেব্রুয়ারি নগরীর চরকাউয়া খেয়াঘাটের ভোজন বাড়ি বিরিয়ানী হাউজের মালিক ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিনের কাছে মো. মঞ্জু নামে এক হোটেল শ্রমিক তার কাজের বকেয়া বাবদ ১ হাজার ৮০০ টাকা দাবি করেন।
এতে ক্ষিপ্ত হয়ে রুহল আমিন গ্লাস ভেঙ্গে মঞ্জুরের মাথায় রক্তাক্ত জখম করে। আহত মঞ্জুকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। বক্তারা শ্রমিক নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।