বরিশাল
বরিশালে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর রবিবার বরিশাল নগরীর সাগরদী এলাকায় সততা ডেভেলপমেন্ট সোসাইটি কার্যালয়ে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সততা ডেভেলপমেন্ট সোসাইটি নির্বাহী পরিচালক রেহেনা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রােগ্রাম অফিসার রওশন আরা বেগম, বরিশাল সিভিল সার্জন অফিসের ডাঃ মোহাইমিনুলসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।