উজিরপুর
বরিশালে সড়ক দুর্ঘটনায় ইউপি মহিলা সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের নবনির্বাচিত ১,২,৩ সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় টমটম- মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। জল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাচ্চু জানান, আগৈলঝাড়া উপজেলা থেকে জল্লা ইউনিয়নের কুড়লিয়া গ্রামে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে বিলগাববড়ী গ্রামের তারাকান্ত আশ্রমের পাশের রাস্তায় টমটমের ধাক্কায় নবনির্বাচিত মহিলা ইউপি সদস্য সুলতা বৈদ্য(৩৫) ও তার স্বামী পঙ্কজ ঢালী গুরুতর আহত হয়।
এসময় এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরনদী আশকাঠি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মহিলা ইউপি সদস্য সুলতা বৈদ্যকে মৃত্যু ঘোষণা করে।
নিহতের স্বামী পঙ্কজ ঢালী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক টমটমসহ চালককে আটক করে ইউপি চেয়ারম্যান বেবি রানী বাসায় তার হাতে জিম্মি রাখে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, ঘটনাশুনে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন মামলা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।