বরিশাল
বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কারের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কার এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা হয়েছে। সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কেক কেটে দিনভর নানা, কর্মসূচির সূচনা করেন সাংবাদিক এবং আবিষ্কারের উপদেষ্টা এস এম ইকবাল।
আবিষ্কার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শোয়েব ফারুক, এডাব বরিশালের সভাপতি কাজী জাহাঙ্গীর কবির, সরকারি বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার ঝর্ণা, আবিষ্কারের সহসভাপতি মো. মাকসুদুর রহমান ও সদস্য মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে আবিষ্কার কর্মী এবং অতিথিবৃন্দ বিগত ৩০ বছরের স্মৃতিচারণ করেন। করোনা পরিস্থিতির কারণে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করে আগামী মার্চ মাসে মূল অনুষ্ঠান করার কথা জানানো হয় অনুষ্ঠানে।
একই সাথে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ মুক্তিযুদ্ধে মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সাংবাদিকতায় আনিসুর রহমান খান স্বপন, বেসরকারি উন্নয়নে সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সমাজ সেবায় সুরভী গ্রুপ অব কোম্পানির পরিচালক রিয়াজ উল কবির, তরুণ শিল্প উদ্যোক্তা পাপেলা লিমিটেড এন্ড জীল্সপ চেয়ারম্যান এন্ড সিইও জহির উদ্দিন তারিক এবং মহিলা উদ্যোক্তা বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আহমেদ লিলিকে আবিষ্কারের পক্ষ থেকে পদক দেয়ার কথা ঘোষণা করা হয়।