বরিশাল
বরিশালে স্বেচ্ছাসেবক লীগের চার ইউনিটের কমিটি বাতিল, বহিষ্কার ৫
নিজস্ব প্রতিবেদক ॥ দলীয় শৃংখলা ভঙ্গ ও অসাংগঠনিকভাবে পরিচালিত হওয়ার কারণে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের কমিটিসহ উলানিয়া ইউনিয়ন এবং চাঁনপুর ইউনিয়ন কার্যকরী কমিটির কার্যক্রম বাতিল করা হয়েছে।
সোমবার স্বেচ্ছাসেবক লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও সোমবার (৩০ নভেম্বর) থেকে উলানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মিঠু, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি হাবিবুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ইয়াছিন রাজুকে উলানিয়া ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক তারেক সরদারকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্র জানায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।