বরিশাল
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক ॥ আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহা কমিটি দলের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালন করেছে।
আজ বৃহস্পতিবার (১৯ই) আগস্ট সকাল ১১ টায় জেলা ও মহানগর দলীয় কার্যলয়ের সামনে এক আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার,সহ-সহ-সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কে.এ, শহিদুল্লাহ,এ্যাড আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল করীব জাহিদ।
এসময় আরো উপিস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্চাসেবক দল সাধারন সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মতিউর রহমান মিঠু,যুগ্ম সম্পাদক আরমান খান নুন্না,রিয়াজ খান সহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
পরে নগরীতে একটি সংক্ষিপ্ত আনন্দ র্যালি র্যালি করার মাধ্যমে কর্মসূচি শেষ করেন।