বরিশাল
বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় ৩৪ জনের জরিমানা
নিজস্ব প্রতিবেদক ॥ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এছাড়াও একই অভিযোগে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং রোমানা আফরোজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নগরীর নথুল্লাবাদ ও কাশীপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমান আফরোজ মাস্ক বিহীন ৯ জন ব্যক্তিকে ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত চকবাজার, বাজার রোড ও সদর রোডের জেলখানা মোড় এলাকায় মাস্ক বিহীন ২৫
জন ব্যক্তি ও ৬টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান আরও জোরদার করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।