বরিশাল
বরিশালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ২ ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক : স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এক স্কুলের দুই ছাত্র। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বরিশালের বাবুগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই ছাত্র হলো-বাবুগঞ্জ উপজেলার আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও আগরপুর গ্রামের সোহেল হাওলাদারের ছেলে মাহিম হাসান শান্ত (১১) এবং একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও একই গ্রামের জাহিদ হাসান জাকিরের ছেলে রাব্বি (১০)। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, বুধবার স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার পথে ওই দুই ছাত্র নিখোঁজ হয়।