বরিশাল
বরিশালে স্কুলের পাশে মুরগির খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ১২০ নং উত্তর লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ব্রয়লার মুরগির খামার গড়ে তোলা হয়েছে। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ক্লাস করা দায় হয়ে পড়েছে শিক্ষার্থীদের। এতে করে শিক্ষার্থীরা বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের। পাশাপাশি বিদ্যালয়ের নলকুপের সাথে মটর বসিয়ে পানি সরবরাহ করা হচ্ছে মুরগির খামারে ও পাশের একটি বাড়িতে। ফলে সেই নলকুপটি বিদ্যালয়ের কোন কাজে আসছে।
অভিভাবকরা আরও জানান, এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি। এদিকে খামারের মালিক প্রভাবশালী ও বিদ্যালয়ের দাতা সদস্য হওয়ায় মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের শিক্ষকরা।
জানা যায়, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ১২০ নং উত্তর লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খামারটি গড়ে তুলেছেন স্থানীয় হান্নান ফকির।
এলাকাবাসীর অভিযোগ, হান্নান ফকির নিজের প্রভাবে স্কুলের পাশে এই মুরগির খামার গড়ে তুলেছেন। এ বিষয়ে বাধা দিলে মারধর ও মামলার হুমকি দেন তিনি। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুলিকা হালদার বলেন, ‘মুরগির ফার্মের বিষয়ে আমরা কিছু বলতে পারি না। তার জমিতে সে ফার্ম করেছে বেশি দিন হয়নি। তারা এখানে বিদ্যালয়ের জন্য জমি দিয়েছে। তাই তাদের কিছু বলতে পারিনা’
ফার্মের মালিক হান্নান ফকির বলেন, ‘আমাদের জমিতে ফার্ম গড়ে তুলেছি। এই স্কুলেও আমরা জমি দিয়েছি। তাছাড়া গন্ধ স্কুলে যায় না।’
তিনি বলেন- এরআগেও এখানে আমার ফার্ম ছিল, তখন কেউ অভিযোগ দিল না। এখন সবাই অভিযোগ করছে কেন।
বরিশাল সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জানা নেই। তবে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ মজুমদার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে মুরগির ফার্মের বিষয়ে ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।’