বরিশাল
বরিশালে সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল জেলা ও মহানগরে অবাধ চলাচলসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রব হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন ও মো. আরাফাত হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, জেলার সিএনজি মহানগরে অবাধ চলাচল করতে পারে না এবং মহানগরের সিএনজি জেলায় অবাধ চলাচল করতে পারছে না। এতে সিএনজি চালক এবং যাত্রীদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তারা জেলা ও মহানগরে সিএনজির অবাধ চলাচল, হাইওয়ের পাশে সার্ভিস রোড নির্মাণ, জেলার লাইসেন্সসহ বিক্রয়কৃত সিএনজি চলাচল নিশ্চিত না হলে শোরুমের কিস্তি স্থগিত করা, জরুরি রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য সিএনজিকে অবাধ চলাচলের বিশেষ অনুমতি দেয়ার দাবি জানান।