বরিশাল
বরিশালে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ প্রকল্প শুরু
নিজস্ব প্রতিবেদক।। আন্তঃজার্তিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নারী ও শিশু উন্নয়নে উজিরপুর উপজেলার তিনটি ইউনিয়নে প্রকল্পকাজ শুরু করেছে। প্রকল্পের পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) শিশু অধিকার, শিশু সুরক্ষা ও নারী ক্ষমতায়নের লক্ষে কমিউনিটি এনগেজমেন্ট ফর চাইল্ড ওয়েলবিং এন্ড ওয়েমেনস ডেভেলমেন্ট প্রজেক্ট এর ষ্টাফদের অরিয়েনটেশন ও অবহিতকরণ সভা গতকাল বুধবার ০২/১২/২০২০ তারিখে উজিরপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়ন্তী বিশ্বাস ।
এসময় উপস্থিত ছিলেন সিআরএসএস এর নির্বাহী পরিচালক মিঃ এডওয়ার্ড রবীন বল্লভ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এর ক্লাস্টার ম্যানেজার মিল্টন বিশ্বাস, এপি ম্যানেজার উজ্জ্বল মন্ডল,চাইল্ড প্রটেকশন অফিসার দিপক বিশ্বাস সহ সিআরএসএস এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অতঃপর প্রধান অতিথি সিআরএসএস এর প্রকল্পে নবনিযুক্ত ৩০ জন কমিউনিটি ষ্টাফদের হাতে সংস্থার পক্ষে নিয়োগের যোগদান পত্র তুলে দেন।