বরিশাল
বরিশালে সাবেক পৌরমেয়র ডাকুয়াসহ আ’লীগের ১৮ নেতাকর্মী কারাগারে
বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান ডাকুয়াসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। এসময় বিচারক তানভীর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। এই তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপ-পরিদর্শক নূর মোহাম্মদ।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়ুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার এবং সোহেল রানা।
মামলার বরাতে জিআরও নূর মোহাম্মদ বলেন, ‘২০২২ সালের ২৮ আগস্ট বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা উপজেলার চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হয়। তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় দুইশ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। তারা লাঠি ও হকিস্টিক দিয়ে পিটিয়ে নেতাকর্মীদের আহত করা ছাড়াও যানবাহন এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনার প্রায় এক বছর পর গত ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে নামধারী ১৬ জনসহ অজ্ঞাত আরো দুইশজনকে আসামি করে মামলাটি করেন। সেই মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’