বরিশাল
বরিশালে সাত হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত হলেন, বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মোতালেব শিকদারের স্ত্রী কল্পনা বেগম(৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
(২এপ্রিল) রবিবার বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব পাশে নতুনহাট বাজারের জগবন্ধু ডেকোরেটরের সামনে বট গাছের নিচে গোল চত্বরে বসা অবস্থায় কল্পনাকে তল্লাশি চালিয়ে ৭,০০০ ( সাত হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন,
কল্পনা বেগম দীর্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বাবুগঞ্জ নতুনহাট এলাকায় অভিযান চালালে কল্পনাকে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করি।
মাদক উদ্ধারের ঘটনায় বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।
এস এন পলাশ
বরিশাল
০১৭১৩৯৬৩৬২৯