বরিশাল
বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইন্টারনিউজ ও নিউজ নেটওয়ার্ক নামে দুটি সংস্থা যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করে। রবিবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারনিউজের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন আহমেদ এবং নিউজ নেটওয়ার্কের প্রধান নির্বাহী ও সম্পাদক শহিদুজ্জামান।
ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত রয়েছেন ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ এইচএম আলাউদ্দিন, মুহাম্মদ নুরুজ্জামান ও সুকান্ত চন্দ্র হালদার।
দুই দিনব্যাপী প্রশিক্ষনে জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশন চ্যানেলর ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।