বরিশাল
বরিশালে সরকারের ই-সেবা থেকে বঞ্চিত মানুষ
রিপোর্ট দেশ জনপদ॥ বর্তমান সরকারে অঙ্গীকার ডিজিটাল দেশ গড়ার। সেই ডিজিটালের ছোয়া লেগেছে শহর থেকে গ্রাম পর্যন্ত।
এরই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রনালয়ের আওতাধীন চালু করা হয় ই-নামজারী।বরিশালে এর সেবা নিয়ে অনেক খুশি হাজারো মানুষ।
এক কৃষক জানান, আগে আমরা দালালের হাতে জিম্মি হয়ে থাকতাম কিন্তু এখন আর জিম্মি হওয়া লাগে না।
বরিশাল সদর উপজেলায় ই-সেবা থেকে বঞ্চিত প্রায় ২ হাজারের অধিক মানুষ। জানা গেছে চলতি মাসের ৩ তারিখে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বদলী হয় ।
তিনি বদলী হওয়ার পরে তার স্থলে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বভার গ্রহন করেন বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মুনিবুর রহমান। কিন্তু ই-নামজারীর কোন কাজই করছেন না সদর উপজেলার ইউএনও যার ফলে ই-সেবা পাচ্ছে না সাধারন মানুষ।
গত ৩ তারিখ থেকে প্রায় কয়েক হাজার ই-নামজারী জমা হয়েছে। সূত্র জানা গেছে প্রতিদিন হাজারো মানুষ ভীর জমাচ্ছে সহকারী কমিশনার (ভূমি)বরিশাল সদরের কার্যালয়ে।
কিন্তু ভীর জমালেও কোন কাজেই আসছেন না কেউ। এবিষয়ে বরিশাল সদর উপজেলার ইউএনও মোঃ মুনিবুর রহমানের সাথে যোগাযেগ করা হলে তিনি বলেন, আমি ওই অফিসের অতিরিক্ত দায়িত্বে আছি।
আমার নামে আইডি পাসওয়ার্ড নাই এজন্য আমি করতে পারছি না। তবে আগামী সপ্তাহের মধ্যে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান করলে মানুষের ভোগান্তি কমে যাবে।
এব্যাপারে বরিশাল জেলার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দারের সাথে করা হলে তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যেই এ্যাসিল্যান্ড যোগদান করবে।
আমরা তাকে দ্রুত যোাগদান করানোর জন্য চেষ্টা করতেছি আগামী সপ্তাহের মধ্যেই মানুষ ই-সেবা পাবে ইনশাআল্লাহ এবং তিনি দুঃখ প্রকাশ করেন।