বরিশাল
বরিশালে সকাল-সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরে আগুন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর কাকলির মোডের সকাল সন্ধ্যা ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লাগে। মঙ্গলবার বিকেলে আকস্মিক প্রতিষ্ঠানটিতে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা অন্তত ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সজিবুর রহমান জানান, তাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।’