বরিশাল
বরিশালে সংঘর্ষ, কারাগার থেকে বেরিয়ে আসামিদের মিছিল
রিপোর্ট দেশ জনপদ ॥ বরিশালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ইউএনও এবং পুলিশের করা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২৫ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে কারাগার থেকে মুক্ত হন তারা। জেল গেটে আগেই থেকেই তাদের মুক্তির অপেক্ষায় ছিলেন দলীয় নেতাকর্মীরা। তারা বের হওয়ার পর উপস্থিতি নেতাকর্মীরা তাদের স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন। পরে মুক্তিপ্রাপ্তরা উপস্থিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে করতে গন্তব্যে ফেরেন।
এর আগে, দুপুর সাড়ে ১২টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহর আদালতে তাদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৯ জনের জামিন মঞ্জুর করেন। এ দুই মামলায় কারাগারে থাকা বাকি আসামিদের জামিন নামঞ্জুর করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী তালুকদার মো. ইউনুস জানান, বাকিদের জন্য পরে আবার জামিনের আবেদন করা হবে।
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট (বুধবার) রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৯ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমান ও পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২২ আগস্ট (রবিবার) মেয়র, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে উভয় পক্ষ মেনে নেওয়ায় সবার মুখে হাসি ফোটে। তবে এ বৈঠকে ইউএনও উপস্থিত ছিলেন না।