বরিশাল
বরিশালে শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জের শীর্ষ দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলনের সমন্বয়ে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড চত্বরে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বরিশাল জেলা জামায়াতে ইসলামীর জেলার সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান।
পৌর বিএনপির সদাস্য সচিব শাহিন তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন-অর-রশিদ জোমাদ্দার, সদস্য সচিব নাসির হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি সম্পাদক মাওলানা আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মাওলানা মাহামুদুর হাসান জাহাঙ্গীর প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি পেশ করা হয়।