বরিশাল
বরিশালে শিশু অপহরণকালে কিশোরী আটক
আগৈলঝাড়া প্রতিবেদক॥ বরিশালের আগৈলঝাড়ায় হাসপাতাল থেকে দেড় বছরের শিশু অপহরণের চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ মার্চ) এ ঘটনায় আগৈলঝাড়া থানায় ঐ কিশোরীকে আসামি করে মামলা দায়ের করেছে শিশুটির বাবা উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের ইমরান সরদার।
আটক কিশোরীর নাম লামিয়া আক্তার। সে ঐ উপজেলার নগরবাড়ি গ্ৰামের রিপন খানের মেয়ে। পরে কিশোরীকে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় ঐ কিশোরীকে মঙ্গলবার বরিশালের জেষ্ঠ্য বিচারিক আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক মো. মনিরুজ্জামান তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দেয়।
মামলা সূত্রে জানা যায়, অসুস্থ শিশু কন্যা আফিয়া ইসলাম তাসনিমকে গত রোববার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা। সেখানে হাসপাতালের দ্বিতীয় তলায় ১নং ওয়ার্ডের ২৩নং বেডে তাকে ভর্তি করে চিকিৎসা চলছিল। সোমবার রাতে শিশুটির মা লাবনী আক্তার বাথরুমে গেলে এ সুযোগে শিশু আফিয়াকে অপহরণ করে লামিয়া। পরে বাথরুম থেকে ফিরে বিছানায় মেয়েকে দেখতে না পেয়ে লাবনী ডাক-চিৎকার দেয়। তখন শিশু আফিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় লামিয়াকে আটক করে হাসপাতালের লোকজন। এ সময় লামিয়ার অপর সহযোগিরা কৌশলে পালিয় যায়।
খবর পেয়েয় পুলিশ গিয়ে কিশারী লামিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় শিশু অপহরণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে শিশুটির বাবা। ওই মামলায় গ্রেফতারকৃত লামিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অপর আসামিদের গ্রেফতার অভিযান চলছে।