বরিশাল
বরিশালে ‘শহীদ মারুফ সেতু’ নামকরণের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মারুফ হোসাইন এর খুনিদের বিচার দাবি এবং বরিশালের মেহেন্দিগঞ্জ ভাষানচর কদমতলীতে নবনির্মিত শেখ হাসিনা সেতু-র নাম পরিবর্তন করে ‘শহীদ মারুফ সেতু’ নামকরণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। রবিবার (২৫ আগস্ট) বিকাল ৪ টায় উক্ত সেতুর উপরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকার মেরুল বাড্ডা এলাকায় গত ১৯ জুলাই পুলিশের গুলিতে মারুফ হোসাইন নিহত হন। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়ন। মারুফ হোসাইন কাজিরহাট একতা কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মানববন্ধনে শহীদ মারুফ হোসাইন এর পিতা বলেন, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে আমি আমি এখন আর ব্যথিত নই বরং গর্বিত একজন পিতা। আমার একটাই দাবি আমার ছেলে মারুফ ধরনের শোষণ, বৈষম্য, এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে শহীদ হয়েছে তার সে উদ্দ্যেশ্য নিয়ে শহীদ হয়েছে তার সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।
অন্যদিকে, উপস্থিত হাজারো জনতা দাবি করেন যে, কদমতলী সেতুর নাম কোনভাবেই শেখ হাসিনার নামে থাকতে পারে না। তারা সকলে এই সেতুর নাম ‘শহীদ মারুফ সেতু’ হিসেবে নামকরণের দাবি করেন। মানববন্ধন শেষে আন্দোলনে নিহত এবং আহত সকলের জন্য দোয়া করা হয়।