বরিশাল
বরিশালে লঞ্চের পাখায় জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরিশাল কীর্তনখোলা নদীর নৌ-বন্দরের পন্টুনে থামানো লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২০মার্চ) দুপুর ১২:টার সময় কীর্তনখোলা নদী থেকে সদর উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ মনির হোসেন, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। সদর উপজেলা কোম্পানি কমান্ডার মোঃ মনির হোসেন, তিনি বলেন,গত সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বেঁদে সম্প্রদায়ের আবেদ আলী নিখোঁজ হয়। এসময় অনেক খোঁজাখুঁজি করে নিখোঁজ জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে।
বেঁদে সম্প্রদায়ের নিখোঁজ ওই জেলে ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দা সোহরাব সরদারের ছেলে আবেদ আলী (৩০)। নিহত আবেদের স্ত্রী রুমা জানান, স্বামী, সে ও ভাগিনা ইয়াসিনকে নিয়ে কীর্তনখোলা নদীর নৌ-বন্দর এলাকায় জাল ফেলেন। স্রোতের টানে জাল গিয়ে নৌ-বন্দরে থাকা বরিশাল-ঢাকা রুটের এমভি পারাবাত-১১ লঞ্চের ইঞ্জিনের পাখায় আটকে যায়।
লঞ্চের পেছনে থাকা এক কর্মচারীকে বলে পাখা থেকে জাল ছাড়াতে যায় স্বামী আবেদ। জাল ছাড়ানোর সময় ইঞ্জিন চালু দেয়। তখন কর্মচারীদের বললেও তারা বলে তাদের করার কিছু নেই।তিনি আরও বলেন, আমার স্বামী’র লাশ উদ্ধার করা হয়েছে। আমরা গরীব মানুষ মামলা মোকদ্দমা করতে চাই না।
বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, নিখোঁজ জেলে আবেদ এর লাশটি কীর্তনখোলা নদী থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল করার জন্য পাঠানো হয়েছে। সুরতহাল শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।