বরিশাল
বরিশালে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ক্যাম্পেইনে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৫৪৮ জনকে বেশি টিকা দেওয়া হয়েছে ক্যাম্পেইনে। জেলার ১০ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৫২ হাজার ২শ’। সেখানে টিকা দেওয়া হয়েছে ৫৬ হাজার ২১৮ জনকে। একইভাবে সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার। সেখানে দেওয়া হয়েছে ১৯ হাজার ৫৩০ জনকে।
রবিবার বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘১০ উপজেলায় ৮৭টি ইউনিয়নের ৮৭টি কেন্দ্রের ২৬১টি বুথ থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত চলে টিকা ক্যাম্পেইন। দিন শেষে দেখা গেছে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হাজার ১৮ জনকে বেশি টিকা দেওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘আজ রবিবার থেকে নিবন্ধনকৃত যাদের তারিখ পড়েছে অথবা যারা ইতোমধ্যে নির্ধারিত সময়ে টিকা দিতে পারেননি তাদের টিকা চলমান রয়েছে।’
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘নগরীর ৩০টি ওয়ার্ডে ৬৪টি কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। টিকা প্রদানের লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫৩০ জনকে বেশি টিকা দেওয়া হয়।’