বরিশাল
বরিশালে লক্ষাধিক টাকার বিনিময়ে গোপনে বাজার কমিটি গঠনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের ২৮ ও ২৯ নং ওয়ার্ড মিলে কাশিপুর বাজারের সীমানা। ঐতিহ্যবাহী এ বাজারটিতে দোকান রয়েছে প্রায় তিনশ’র বেশী। ভোটার সংখ্যা প্রায় তিন’শ। অভিযোগ উঠেছে- বুধবার রাতে বাজারটির এ্যাডহক কমিটি লক্ষাধিক টাকার বিনিময়ে স্থানীয় বিএনপি নেতা ও ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ভাই শহিদ ঢালীকে সভাপতি, প্রয়াত বিএনপি নেতা তোতা কাজির পুত্র যুবদল নেতা মুন্না কাজিকে সাধারন সম্পাদক, স্থানীয় বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুত্র রাব্বীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রেখে বাকি কিছু লোক নিয়ে পকেট কমিটি করেছে। যার ঘোষণা দেয়া হবে শুক্রবার।
কাশিপুর বাজার কমিটির একাধিকবার সভাপতি পদে থাকা মো.হুমায়ুন কবির বলেন- ‘বাজারের ভোটারদের মাধ্যমে জানতে পেরেছি কাউন্সিলর হুমায়ুন কবিরের ভাই শহিদ ঢালীকে সভাপতি, প্রয়াত বিএনপি নেতা তোতা কাজির পুত্র যুবদল নেতা মুন্না কাজিকে সাধারন সম্পাদক, স্থানীয় বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুত্র রাব্বীকে সাংগঠনিক সম্পাদক হিসেবে রেখে বাকি কিছু লোক নিয়ে পকেট কমিটি করেছে। যার ঘোষণা দেয়া হবে শুক্রবার। আমি বুঝিনা কিভাবে নির্বাচন ছাড়া এই পকেট কমিটি করার তারা সাহস করে। সিটি কর্পোরেশন এ বাজারের ইজারা বরাদ্দ দেয়। তারা কর পায় এখান থেকে। এরকম ভূয়ার উপর কমিটি হলে বিশৃঙ্খলা হবে এবং বাজারের আয় কমে যাবে। যা সিটি কর্পোরেশনের আয়ের উপরেও প্রভাব ফেলবে। আমি তাই মেয়র মহোদয়কে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি এবং আমরা চাই প্রচলিত প্রথা, নিয়ম মেনে নির্বাচন হোক।
অভিযোগে হুমায়ুন কবির লেখেন- আমি সর্বশেষ ২০১৬ সালে সভাপতি নির্বাচিত হই এবং সালে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এর জন্য ২০২১ সালে ক্ষমতা হস্তান্তর করি এ্যাডহক কমিটির কাছে। অথচ,গত কাল রাতে দোকানদার,বাজারের একাধিক ভোটারদের মাধ্যমে জানতে পারি যে,রাতের আধারে কয়েক লক্ষ টাকার বিনিময়ে একটি কথিত কমিটি গঠন করেছে একটি চক্র।এই কথিত কমিটির সভাপতি সহ একাধিক পদে রয়েছেন বিএনপির পদধারী নেতা।এছাড়াও সম্পূর্ণ অবৈধভাবে গঠিত এই কমিটিতে রয়েছে বিতর্কিত মানুষজন। রাতের আধারে অগণতান্ত্রিক পদ্ধিতে, কথিত পকেট কমিটি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন প্রায় সকল ভোটার। চক্রটি কয়েক লক্ষ টাকা খরচ করে এই পকেট কমিটি করে সিটি কর্পোরেশন এলাকার ইজারাভুক্ত বাজারের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করছে। একই সাথে এই ঘটনায় বাজারটির আয় ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়বে যাহাতে সিটি কর্পোরেশন এর কর/আয় এর উপর তাহার প্রভাব পড়িতে পারে’
বৃহস্পতিবার তিনি এ পকেট কমিটি স্থগিত ও নির্বাচন দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন সিটি মেয়র বরাবর চিঠিটি ডাকযোগে প্রেরণ করেন। যার কপি হাতে এসেছে প্রতিবেদকের।