বরিশাল
বরিশালে র্যাব-৮ এর অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল জেলার গৌরনদী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল ২৪ আগস্ট ২০২১ তারিখ বরিশাল জেলার গৌরনদী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে আনুমানিক রাত ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বরিশাল জেলার গৌরনদী থানাধীন মাহিলাড়া বাজার সাকিনস্থ আদর্শ পল্লী ভক্তি আশ্রমের সামনে কাঁচা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.১০ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম (১) উত্তম করাতী(৩৬), পিতাঃ উপেন করাতী, সাংঃ মাহিলাড়া, ০১নং ওয়ার্ড, থানাঃ গৌরনদী, জেলাঃ বরিশাল বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীর নিকট থেকে ৭৩০(সাতশত ত্রিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
পৃথক অভিযান পরিচালনা করে ২৪ আগস্ট ২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল জেলার মূলাদী থানাধীন মূলাদী বাজার হইতে রানীর হাট গামী পাঁকা রাস্তার উপর মাদক জাতীয় দ্রব্য ক্রয়- বিক্রয় হচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক ২০.১৫ ঘটিকায় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ নজরুল ইসলাম শিকদার(৪০), পিতাঃ মৃত মহিউদ্দীন শিকদার, সাং- দক্ষিণ চরডিগ্রী, ০৭নং ওয়ার্ড, (২) মোঃ সালাম মাঝি(৩৫), পিতাঃ মোঃ আলাল উদ্দীন মাঝি, সাং- তেরচর, ০৬ নং ওয়ার্ড, সর্ব থানা- মূলাদী, জেলা- বরিশাল বলে জানায়।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ২৪ (চব্বিশ) পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম ও ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশাল জেলার গৌরনদী থানা এবং বরিশাল জেলার মুলাদী থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করেন।