বরিশাল
বরিশালে রিয়াজ হত্যা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে জীবননাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন শহরতলী চরমোনাই ইউনিয়নের রাজধর গ্রামের নিজ গৃহে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গলাকেটে হত্যার শিকার হওয়া বরিশালের দলিল লেখক রেজাউল করীম রিয়াজ। সেই হত্যা মামলা তুলে নেয়াসহ রিয়াজের বাড়ির জমি জোড় দখল করে নেয়ার পায়তারা করার পাশাপাশি বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করে নিতে মরিয়া হয়ে উঠেছে শ্যালক ইমন, সন্দেহভাজন আসামী স্ত্রী আমিনা আক্তার লিজা ও লিজার পিতা দেলোয়ার খানের বিরুদ্ধে গত সোমবার সেপ্টেম্বর কোতয়ালী মডেল থানায় লিথিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার বাদী রিয়াজের বড় ভাই চাকুরী জীবি মোঃ মনিরুল ইসলাম রিপনসহ তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হত্যার হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন ও অশ্লিল ভাষায় গালিগালাজ করার অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় উক্ত অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন। ডায়েরী সূত্রে জানা গেছে নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর ৫নং ওয়ার্ড এলাকার বেশ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে রিয়াজ হত্যা মামলার সন্দেহভাজন আসামী রিয়াজের স্ত্রী আমিনা আক্তার লিজা ও তার পরিবারের সদস্যরা প্রায় সময় অশ্লিল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হত্যা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়া হচ্ছে। এতে করে বাদী মনিরুল ইসলাম রিপন ও তার পরিবারের সদস্যরা হত্যাকারী সন্ত্রাসীদের হুমকির ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে পড়েছে। অন্যদিকে রিয়াজ হত্যা মামলাটি কোতয়ালী মডেল থানার ২জন অফিসারের হাত হয়ে বর্তমানে মামলাটি নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ সগির হোসেন তদন্ত করার পাশাপাশি ঢাকা সহ জেলার কয়েকটি স্থান থেকে তিন ছিচকে চোরকে আটক করে আদালতে সোপর্দ করে রিয়াজ হত্যা মামলার দায় স্বীকারোক্তি জবানবন্দি গ্রহণ করা হয়। উল্লেখ্য উক্ত দেয়া জবানবন্দিতে তিন জনের কথার সাথে কোন মিল খুঁজে না পাওয়ার কারনে বাদী মনিরুল ইসলাম রিপনসহ তার পরিবার রিয়াজ হত্যা মামলায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শংকিত হয়ে আছে। রিয়াজ হত্যার সঠিক তদন্ত এবং ন্যায় ও সঠিক বিচার প্রত্যাশা করে বেশ কয়েকবার সংবাদ সম্মেলন করেন বাদী রিপন ও তার পরিবার বর্গ। সূত্র মতে দীর্ঘ ১৬ মাস অতিক্রম করার পরও আজ পর্যন্ত রিয়াজ হত্যা মামলার আসল রহস্য ও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ প্রশাসন। ২০১৯ সালের ১৮ই এপ্রিল দিবাগত রাতে নিজবসত ঘরে ঘুমন্ত অবস্থায় রিয়াজ খুনের শিকার হলেও স্ত্রী আমিনা আক্তার লিজা ছিলেন অক্ষত।