বরিশাল
বরিশালে যুব সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালা
বরিশাল : সাইবার নিরাপত্তা বিষয়ে যুবসংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ কর্মশালায় প্রতিনিধিরা পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে সামাজিক সচেতনতা স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, চিকিৎসা, সাইবার সিকিউরিটি, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার, বাল্যবিবাহ, কমিউনিটি ক্লিনিকের সেবাপ্রাপ্তি, সামাজিক সুরক্ষাসহ সচেতনতামূলক বিষয় তুলে ধরেন।
তারা বলেন, জন্মের পর শিশুর অনলাইন জন্মনিবন্ধন, গর্ভবতীদের পরিচর্যা, শিশুদের স্বাস্থ্যসুরক্ষা, সর্বক্ষেত্রে হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পরিচর্যা, নবাগত শিশুকে টিকাপ্রদান ইত্যাদি বিষয়ে গনসচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন।
কর্মশালার উদ্বোধনকালে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সাইবার সিকিউরিটি আইনের বিষয়ে সকলের স্বচ্ছধারণা থাকা প্রয়োজন। তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় ইউনিসেফ এর অর্থায়নে ১২টি সংগঠনের প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা ২৩টি সচেতনতামূলক সূচকে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করেন।’