বরিশাল
বরিশালে যাত্রীবাহি বাস খাদে পড়ে একজন নিহত, আহত অন্তত ৭
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০ টার দিকে গৌরনদী উপজেলার মাহিলারায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে হানিফ পরিবহনের একটি বাস বরিশালের দিকে আসছিল। বাসটি মাহিলারায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে।