বরিশাল
বরিশালে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর এলাকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে পরে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে। ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৩১০) পাথরঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল কিন্তু কাশীপুর এলাকায় আসার পরে একই দিক থেকে আসা একটি মোটরসাইকেল হঠাৎ বাম থেকে ডানে মোড় নিলে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে ড্রাইভার বাস রাস্তার ডানে চাপিয়ে দেয়। এতে করে মোটরসাইকেল আরোহী রা পেলেও বাসটি পাশের খাদে পড়ে যায় এবং বৈদ্যুতিক খুঁটির সাথে বেজে যায়। তবে কিছু মানুষ হতাহত হলেও বড় ধরনের কোনো আঘাত পায়নি। স্থানীয় দোকানদাররা জানায়, বৈদ্যুতিক খুটি না থাকলে বাসটি আমাদের উপর দিয়ে যেত এবং তাতে অনেকে আহত নিহত হতে পারতো।
গাড়ির সুপারভাইজার সোহাগ জানান, আমাদের গাড়ির স্পিড কম থাকার কারণে মোটরসাইকেল চালক বেঁচে গেছে তবে আমাদের গাড়ির বেশকিছু য়তি হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানার এসআই রাজিব দেশ জনপদকে জানান, আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং রাস্তা কিয়ার করি। তবে এখানে বড় দুর্ঘটনা হতে পারত কিন্তু ড্রাইভার বিচণতার কারণে সেটা হয়নি। মোটরসাইকেল আরোহী কিছুটা আঘাত পেয়েছে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আমরা বিষয়টি দেখছি। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।