গৌরনদী
বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে জিম্মি করে রাখায় ইউএনও’র কাছে লিখিত আবেদন
নিজস্ব প্রতিবেদক ॥ এলাকায় প্রভাব বিস্তারের জন্য চিহ্নিত সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে গত ছয়দিন থেকে নিজ বাড়িতে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসীদের হাত থেকে মুক্তিযোদ্ধা পরিবারকে রক্ষা করতে উপজেলার সাতটি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেয়ার পাশাপাশি জরুরি সভা করেছেন।
ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের। ওই গ্রামের বাসিন্দা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হক ঘরামী অভিযোগ করেন
পূর্ব ডুমুরিয়া গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কালাম হাওলাদার ও সিরাজুল ইসলামের নেতৃত্বে তাদের ২০/২৫ জন সহযোগিরা এলাকায় প্রভাববিস্তারের জন্য গত ২২ মে তার (মুক্তিযোদ্ধা) পুত্র রফিকুল হাসান সবুজকে বেধম মারধর করে। এ ঘটনায় ওইদিনই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা গত ছয়দিন থেকে মুক্তিযোদ্ধার পুরো পরিবারকে নিজ বাড়িতে জিম্মি করে রেখেছে। ফলে সন্ত্রাসীদের হামলার ভয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামী তার পুরো পরিবার নিয়ে নিজ বাড়িতে জিম্মি হয়ে পরেছেন ।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।