পিরোজপুর
বরিশালে ‘মাদক সম্রাজ্ঞী’ সাদিয়া গ্রেপ্তার, বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত সাদিয়া আফরোজ দোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মে) ভোরে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাদিয়া আফরোজ দোলা (৩৪) পিরোজপুর শহরের দক্ষিণ মাছিমপুর এলাকার মো. আবির শেখ প্রিন্সের স্ত্রী।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) রঞ্জিত সরকার, অফিসার ফোর্স এবং র্যাব-০৮ এর একটি টিমের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সদর থানাধীন কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা থেকে সাদিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘মাদক সম্রাজ্ঞী’ খ্যাত সাদিয়া আফরোজ দোলা জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলা ছাড়াও সাদিয়া আফরোজ দোলার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা রয়েছে।’