বরিশাল
বরিশালে মহানগর যুবদলের কর্মীসভা
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ৭ বছর পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো মহানগর যুবদলের কর্মীসভা। রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের প্রেসক্লাবের হলরুমে শুরু হওয়া এই সভা চলে দিনব্যাপী।
সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বরিশাল বিভাগীয় টিমের প্রধান মোনায়েম মুন্না কর্মীদের উদ্দেশ্যে বলেন, কেন্দ্রের নির্দেশ পালনের জন্য সকল কর্মীদের প্রস্তুত থাকতে হবে। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি দেশ ও জনগণের সেবায় কর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি।
মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীমের সভাতিত্বে কর্মী সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম হোসেন, সহ-সাধারন সম্পাদক মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। সভায় মহানগর যুবদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৩ সালে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বরিশাল মহানগর যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।