গৌরনদী
বরিশালে মরা খাল ফিরে পেয়েছে যৌবণ
নিজস্ব প্রতিবেদক॥ মরা খালের অর্ধকিলোমিটার এলাকা পূনঃখনন করায় যৌবণ ফিরে পেয়েছে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামের জনগুরুত্বপূর্ণ খালটি।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘ কয়েক বছর যাবত পূর্ব শরিফাবাদ ত্রিমুখী থেকে পশ্চিম দিকের খালটি বোরো মৌসুম আসলেই শুকিয়ে থাকতো। অতিসম্প্রতি মাহিলাড়া ইউনিয়নের কৃষিবান্ধব ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু খালটি পূনঃখনন করায় মরা খালে এখন পানির জোয়ার এসেছে। ফলে চলতি বোরো মৌসুমে সেচ সুবিধা বৃদ্ধি পেয়েছে।
এ ব্যাপারে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, কৃষি ও কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে খালটি পূনঃখনন করা হয়েছে। ফলে কৃষক সেচ সুবিধা পাবে।